Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার

১। জাতীয় সংসদ  নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন এবং পৌরসভা নির্বাচন সম্পন্ন করা।

২। ১৮ বছরের সকল নাগরিককে ছবিসহ ভোটার  তালিকায়  নাম অন্তর্ভুক্তিসহ ভোটার তালিকা প্রণয়ন  করা। 

৩।  ভোটার  তালিকার সাথে  জাতীয়  পরিচয়পত্র  প্রণয়ন এবং যথাযথভাবে  বিতরনের ব্যবস্থা  গ্রহণ করা।

৪।  ভোটার  স্থানামত্মর, জাতীয়  পরিচয়পত্র  সংশোধন ও হারানো জাতীয় পরিচয়পত্র প্রদান সংক্রান্ত কার্যক্রম সম্পাদন।

৫।  সকল নির্বাচনের ভোটকেন্দ্র স্থাপন সংক্রান্ত কার্যক্রম সম্পাদন করা।

৬।   নির্বাচন কমিশন  কর্তৃক নির্ধরিত  ফি এর মাধ্যমে  বিভিন্ন  নির্বাচনের নিমিত্তে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি সরবরাহ।

৭।  নির্বাচনে  কমিশন  কর্তৃক  নির্ধারিত  ফি এর মাধ্যমে  ভোটার তালিকা  পর্যবেক্ষণ।

৮।  জাতীয়  ও স্থানীয়পর্যায়ের বিভিন্ন নির্বাচনে সাধারন জনগণের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহণের লক্ষ্যে উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক কার্যক্রম গ্রহণ।

৯। সঠিক ও নিরপক্ষ নির্বাচন নিশ্চিত করনের লক্ষ্যে  স্থানীয়পর্যায়ের বিভিন্ন শ্রেণী ও পেশাজীবির সাথে মত বিনিময়,পরামর্শ গ্রহন ও কার্যক্রম  পরিচালনা।

১০।  এছাড়াও বিভিন্ন সময়ে  নির্বাচন কমিশন হতে জারীকৃত পরিপত্র মোতাবেক জনসাধারনকে প্রয়োজনীয়  সহায়তা  প্রদান করা  হয়।